DENTAL MANAGEMENT
DCMS : Dental Care Management System for Dental office & patients management only for dental surgeons all around the world.
For more info please contact with me or Dcms Nahid
আমাদের এই সফটওয়ার এর কিছু বৈশিষ্ট হচ্ছে,
১। Scheduling: প্রতিদিন এর পেশেন্ট শিডিউল আপনি অরগানাইজ করতে পারবেন ঘণ্টা হিসাবে এবং আপনার চেম্বারে যদি একের অধিক ডেন্টাল সার্জন থাকে তাহলে টাইম টেবিল অটো জেনারেট হবে। মানে আপনি চাইলেও একই সময়ে দুইজন পেশেন্টকে টাইম দিতে পারবেন না।
২। Patient History Management: পেশেন্টের পুরো ট্রিটমেন্ট হিস্ট্রি আপনি রাখতে পারবেন। প্রতিদিনের কাজ, ডাটা, রিসার্চ এর জন্য সর্বোচ্চ ২৯ টা প্রশ্ন ও তার তার উত্তর আপনি সংরক্ষন করতে পারবেন।
৩। Prescription Printing: পেশেন্ট হিস্ট্রি রেকর্ড করার সাথে সাথে প্রেস্ক্রাইবশন অটো জেনারেট হয় যা আপনি প্রিন্ট করতে পারবেন এবং আলাদা ভাবে প্রস্ক্রাইবশন আপনাকে ছাপাতে হবে না কারন আপনার ডিমান্ড অনুযায়ী সফটওয়ারে আমরা প্রেস্ক্রাইবশন ডিজাইন করে দেই।
৪। Image Management: এক্সরে ও ওপিজি রেকর্ড করে রাখা যাবে পেশেন্ট ইনভেস্টিগেশনে।
৫। Patient Communication: আমাদের সিস্টেম থেকে পেশেন্টের এপয়েন্টমেন্ট টাইম মেসেজিং এর মাধ্যমে রিমাইন্ডার দেওয়া যায়।
৬। Billing: অটোজেনারেট মানি রিসিট প্রিন্ট করা যায়। পেশেন্ট এর ট্রিটমেন্ট কস্টিং, ডিউ, পেইড ও টোটাল বিলিং অটো সেভ হয়। এছাড়া ল্যাব এক্সপেন্স, চেম্বারের যাবতীয় খরচ, আয় ব্যয় ও অন্যান্য খরচ সহজেই সংরক্ষণ করা যায় এবং দৈনিক, সাপ্তাহিক, বার্ষিক ভায়চার প্রিন্ট করা যায়।
৭। Backup: যাবতীয় সংরক্ষিত তথ্য চেম্বারের জন্য নির্দিষ্ট সার্ভারে, ক্লাউড (অনলাইনে) এ ব্যাকআপ ফাইল হিসাবে সংরক্ষণ করতে পারবেন। যদি কখনো ব্যবহৃত পিসি/ল্যাপটপ ক্রাস করে তখন সংরক্ষিত ডাটা ফিরিয়ে আনা যায়।
৮। 24/7 online/offline Service: অনলাইনে যে কোন সমস্যায় আমরা ১৫ মিনিটের ভিতর সাপোর্ট দিতে পারবো।
এছাড়া ও আমাদের আছে কিছু এডভান্স ফিচার
১। পেশেন্ট অটো বারকোড
২। পেশেন্ট স্মার্ট কার্ড জেনারেট ও প্রিন্ট
৩। পেশেন্ট ই সিগনেচার
ঢাকার ভিতরে ও বাইরের ডেন্টাল সার্জনরা চাইলে আমাদের ডেমো ভার্সন খুব সহজেই সেট আপ করতে পারবেন RDA বা Remote Desktop Access সফটওয়ার এর মাধ্যমে।